সবারে করি আহ্বান সংস্থার উদ্যোগে রবীন্দ্র সন্ধ্যার আয়োজন।

0
322

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ২৫ বৈশাখ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন। কবিগুরুর জন্মজয়ন্তী রাজ্যজুড়ে পালিত হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশ-বিদেশেও পালন করা হয় কবিগুরুর জন্মদিন। তাই কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধায় বীরভূম জেলার দুবরাজপুরের সবারে করি আহ্বান সংস্থার উদ্যোগে রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করা হয়। এদিন এই সংস্থার কচিকাঁচারা রবীন্দ্র সংগীত, রবীন্দ্র গীতি, কবিতা ও আবৃত্তি পাঠ করে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন উপস্থিত ছিলেন সবারে করি আহ্বান সংস্থার সম্পাদিকা সুতপা কবিরাজ, কোষাধ্যক্ষ দেবাশিষ মুখার্জী সহ আরো অনেকে।