সম্প্রীতির এক অনন্য নজির সাহস পুর বুনো শিবের গাজন।

0
413

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সাহস পুর বুনো শিবের গাজন উদ্বোধন করলেন মঙ্গলপুর শ্রী রামকৃষ্ণ মিশন এর মহারাজ প্রশান্তনন্দজী ও বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ, এদিন সাহস পুর বুনো শিবের মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয় সমগ্র এলাকা পরিক্রমা করে পুনরায় মন্দিরের সামনে এসে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে গাজন উৎসবের শুভ সূচনা হয়, জানা যায় প্রায় 200 বছরের অধিক সময় ধরে চলে আসছে এগুলো সিমেরসময় ধরে চলে আসছে এই বুনো শিবের পুজো, করোনা অবহের কারণে দু’বছর বন্ধ ছিল এই গাজন উৎসব, দু’বছর পর এ বছরদু’বছর পর এবছর উৎসব শুরু হওয়ায় আনন্দে মেতে উঠেছেন এলাকাবাসীরা, এদিন উদ্বোধনী মঞ্চ থেকে বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ দেবাদীদেব শিবের ইতিহাস পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা করেন, তিনি সকল স্তরের মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন তার বক্তব্যের মাধ্যমে,
সমস্ত ধর্মের মানুষের আগমনে গাজন উৎসব টি পরিপূর্ণ রূপ পায়,