পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্কুল ব্যাগের মধ্যে বিশাল আকারের সাপ, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কুটি ঘাট এলাকায় । খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা গিয়ে সাপ উদ্ধার করে নিয়ে আসে। জানাযায় এই দিন কুঠিঘাট এলাকার একটি ব্যাগ এর দোকানর দোকানি স্কুল ব্যাগ বিক্রি করতে গিয়ে আঁতকে উঠেন, চিৎকার করে দোকানের বাইরে বেরিয়ে আসেন, হুলুস্থুল কাণ্ড পড়ে যায় এলাকায়। জানাযায় ওই দোকানের মধ্যে একটি স্কুল ব্যাগের মধ্যে একটি বিশাল আকারের সাপ গর্জন করছে।
দ্রুত খবর দেওয়া হয় বনদপ্তরকে, খবর পেয়ে বনদপ্তরের রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ গিয়ে সাপ উদ্ধার করে নিয়ে আসে।
বনদপ্তর সূত্রে খবর রাজ্যের সড়কের ধারে দোকান কোনক্রমে দোকানের ভিতরে ঢুকে গিয়েছিল সাপটি। এমনকি স্কুল ব্যাগের চেন খোলা থাকায় ব্যাগের মধ্যে প্রবেশ করে সাপ। আর ব্যাগ বিক্রি করতে গিয়ে এই কাণ্ড। বনদপ্তর সূত্রে খবর সাপটির শারীরিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হবে জঙ্গলে।
Home রাজ্য দক্ষিণ বাংলা স্কুল ব্যাগের মধ্যে বিশাল আকারের সাপ,চাঞ্চল্য জেলার ঘাটালের কুটি ঘাট এলাকায়।