আবদুল হাই, বাঁকুড়াঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বার সরকার গঠনের বর্ষপূর্তি। সেই উপলক্ষে ৫-২০ মে রাজ্য জুড়ে ‘বাংলা উন্নয়নের পথে’কর্মসূচি পালন করছে রাজ্য সরকার। এই প্রকল্পে রাজ্যের সর্বস্তরের আধিকারিকদের অংশগ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সেইমত বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি মিছিল করা হল। লটিয়াবনী গ্রাম পঞ্চায়েতের কার্যলয় থেকে মিছিল শুরু হয়ে দুর্লভপুর মোড়ে একটি পথসভাও করা হয়।
পাশাপাশি রাজ্য সরকারের কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো একাধিক জনমুখী প্রকল্পগুলি ব্যানারের তুলে ধরা হয়। আগামী দিনে রাজ্য সরকার আরো বেশি সাধারণ মানুষের পাশে থাকবেন বলে জানান। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লটিয়াবনী গ্রাম পঞ্চায়েতের প্রধান রিঙ্কু মণ্ডল,উপপ্রধান মানিক মণ্ডল, লটিয়াবনী গ্রাম
পঞ্চায়েত সচিব কৌশিক মিশ্র, গঙ্গাজলঘাটী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিমাই মাজী,পূর্ত কর্মাধ্যক্ষ জিতেন গরাই সহ একাধিক ব্যাক্তিত্ব।