কচুরিপানার তৈরি হস্তশিল্প প্রকল্পের উদ্বোধন করেন হলদিয়া রিফাইনারীর এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রীপার্থ ঘোষ।

0
243

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া রিফাইনারীর CER প্রকল্পের অধীনে একটি অনন্য উদ্যোগ,কচুরিপান দিয়ে বিভিন্ন ঘর সাজানোর,ও উপহার দেওয়ার সামগ্রী তৈরির প্রকল্পের উদ্বোধন করেন হলদিয়া রিফাইনারীর এক্সিকিউটিভ ডাইরেক্টর।
প্রসঙ্গত, পরিবেশ ও মানব সম্প্রদায়ের উন্নয়নের প্রতি দায়বদ্ধতার নিরীখে এবং সুরক্ষা ও সংরক্ষণের বিষয়টির ওপর গুরুত্ব দিতে হলদিয়া রিফাইনারী কচুরিপানার তৈরি হস্তশিল্প প্রকল্প চালু করছে হলদিয়া সমাজ কল্যাণ পর্ষদের অধীনে বাসুদেবপুর গান্ধী আশ্রমে। পুকুরে কচুরিপানা একধরণের আক্রমণাত্মক ভাসমান উদ্ভিদ যা জলাশয়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটিজলাশয়ের ক্ষতি করে এবং ড্রেন এবং জল যাতায়াতে বাধা সৃষ্টি করে। হলদিয়া রিফাইনারীর কর্পোরেট পরিবেশ দায়বদ্ধতার অধীনে (সিইআর) হলদিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকার বঞ্চিত, অবহেলিত মহিলাদের ক্ষমতায়নের উদ্যোগ গ্রহণ করেছে হলদিয়া রিফাইনারী। এটি বহু মানুষের আয় ও জীবনজীবিকার সাথে সাথে জলাশয়গুলিকে পরিষ্কার রাখতেও সহায়তা করবে।