বীরভূম, ময়ূরেশ্বর, সুকান্ত রায়ঃ- ক্রমবর্ধমান পরিবেশ দূষণ ও তার ক্ষতিকর ফলাফলের কথা মাথায় রেখে খরুণ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গত কাল এক অভিনব উদ্যোগ গ্রহন করা হয় ও পরিবেশ সচেতনতা বিষয়ে সকল পঞ্চায়েত বাসীদের উদ্দেস্যে সচেতনতা মূলক প্রচার করা হয় ৷ এবিষয়ে সমস্ত ধরণের প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয় ৷ এককথায় প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ ঘোষনা করা হয় ৷ পরিবেশেকে দূষণমুক্ত রাখতে এই পঞ্চায়েতের অন্তর্গত কবিচন্দ্রপুর গৌর গেষ্টহাউসের পিছনে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলা হয় ও ঐ কেন্দ্র থেকে জৈব সার উৎপাদনের ব্যবস্থা করা হয় ৷ যদিও এই প্রয়াসটির আগেই সূচনা হলেও বিভিন্ন কারণেই তা স্থগিত হয়ে যায় ও এখন এই প্রকল্পটির গুরুত্বের কথা মাথায় রেখে ন পাড়া মহিলা সমিতি নামক একটি এনজীও সংস্থার উদ্যোগে নতুন ভাবে গড়ে তোলা হল ৷