জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ছেলেদের সম্পত্তির লোভ,বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ।থানার দারস্থ অসহায় দম্পতি। দুই ছেলে এবং বৌমার অত্যাচারে অসহায় অবস্থায় জলপাইগুড়ি শহরের ভক্তি রানী ভৌমিক ও উংপল ভৌমিক।অভিযোগ ছেলে এবং বৌমারা বাড়ি থেকে বের করে দিয়েছেন। শনিবার সকালে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের দ্বারস্থ হলেন ঐ দম্পতি। তাদের দুই ছেলে এবং বৌমা রয়েছেন।ভক্তিরানী ভৌমিকের দাবি কয়েক বছর আগে বড় ছেলে বিয়ে করে স্বামী-স্ত্রী দুজনেই মালবাজারে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সেই সময়ও বাবা-মায়ের থেকে প্রচুর সম্পত্তি নিয়ে মালবাজারে চলে যায় তারা। ছোট ছেলেও বিবাহিত। প্রতিদিন নেশাখোর অবস্থায় বাড়ি ফেরেন। ভক্তি রানী এবং উদয়শঙ্কর বাবুর এক সময় প্রচুর সম্পত্তি ছিল। জলপাইগুড়ি শহরের ওপর ছিল দোকান। ছোট চারচাকা গাড়ি। কিন্তু সবটাই ছেলেদের দিতে চলে যায়। বর্তমানে ভিটেবাড়ি ও একটি বেসরকারি বাস রয়েছে তাঁদের। ছোট ছেলে বেকার। কাজ করতে চায় না। মদ্যপ অবস্থায় সারাক্ষণ। অনেক চেষ্টা ছেলেকে মানুষ করতে ব্যর্থ বাবা-মা। বড় ছেলে মাল বাজারে থাকলেও বাবা-মায়ের উপার্জনের টাকায় চলে। এখন দুই ছেলেরই দাবি বাড়ি এবং মিনিবাসটি তাদের নামে লিখে দিতে হবে। বাবা মা রাজি না হওয়ায় মারধর করা হয় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর লাগোয়া রাজবাড়ী পাড়া এলাকায়।আরো অভিযোগ শুধু দুই ছেলেই নয় সঙ্গে বাড়ির দুই বউমার অত্যাচার সহ্য করতে হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের। ছেলেরা মদ্যপ অবস্থায় বাড়িতে এসে খুনের হুমকি দিচ্ছে প্রায়শই। কিন্তু জলপাইগুড়ির এই ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছে।একাধিকবার পাড়া-প্রতিবেশীরা বাড়িতে এসে ছেলেদের শাসিয়ে গেলেও কোন লাভ হয়নি। এরপর আইনের দ্বারস্থ হয় অসহায় বৃদ্ধ বাবা-মা। কিন্তু শুক্রবার সকালে বাবা মাকে গালাগাল দিয়ে বাড়ি থেকে বের করে দেয় ছেলে, বৌম