জেলা হাসপাতালে শুরু হলো ক্রিটিক্যাল কেয়ার এম্বুলেন্সে পরিষেবা।

0
322

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার জলপাইগুড়ি জেলা হাসপাতালের মাথায় যুক্ত হলো আরো একটি পালক। এদিন আনুমানিক ২৮ লক্ষ টাকা ব্যয়ে তৈরি বিশেষ এই এম্বুলেন্সের শুভ উধবোধন করলেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক বিশেষ দায়িত্বপ্রাপ্ত ও এস ডি , ডাক্তার সুশান্ত কুমার রায়।
এই প্রসঙ্গে তিনি জানান, সম্ভবত রাজ্যে জলপাইগুড়ি জেলা হাসপাতাল ই প্রথম এই ক্রিটিক্যাল এম্বুলেন্স পরিষেবা দেবার ব্যাবস্থা চালু হলো।
মূলত ভেন্টিলেশন সিস্টেমে ভর্তি থাকা রুগীকে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নিয়ে যাবার ক্ষেত্রেই এই পরিষেবা প্রদান করা হবে বলেও জানান ও এস ডি।