বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে উন্নয়নের ১১ বছরের প্রচার।

0
193

সুদীপ সেন, বাঁকুড়া:-  প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প কে জনগণের সামনে তুলে ধরতে অনুষ্ঠিত হচ্ছে উন্নয়ণের ১১ বছর শীর্ষক অনুষ্ঠান।

রাজ্যের বিভিন্ন ব্লক ও পৌরসভায় এই কর্মসূচি পালিত হচ্ছে।

বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকের সাথে শালতোড়া ব্লকে এবং ব্লকের সমস্ত পঞ্চায়েতের পক্ষ থেকে ১৪ ই মে বিভিন্ন প্রকল্পের উপ ভোক্তাদের নিয়ে সাড়ম্বরে দিনটি পালিত হলো।

শালতোড়া ব্লক প্রশাসন এবং শালতোড়া গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে শালতোড়ায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ব্লক থেকে। তা। শালতোড়ার বিভিন্ন স্থান পরিদর্শন করে।

শোভাযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

লক্ষ্মীর ভান্ডার , কন্যাশ্রী, রুপ শ্রী, স্বাস্থ্য সাথী এর মতো জনপ্রিয় প্রকল্প গুলির প্রচার বিশেষ ভাবে নজর কাড়ে। উপস্থিত ছিলেন অন্যান্য প্রকল্পের উপ ভোক্তা সহ পুলিশ প্রশাসন ও।

এই অনুষ্ঠানে শালতোড়ার বিডিও মানস কুমার গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, জয়েন্ট বিডিও মিলন মালাকার, পঞ্চায়েত দপ্তরের আধিকারিক বিথুন সামন্ত, সমস্ত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধক্য, সদস্য , পুলিশ প্রশাসন, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ কুমার মন্ডল, প্রকাশ মন্ডল ও অন্যান্য রা।