রাতের অন্ধকারে লোকালয়ে কুমির,আতঙ্কে গ্রামবাসীরা।

0
428

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – রাতের অন্ধকারে লোকালয়ে ঢুকে পড়লো আস্ত একটি কুমির। আর এমন খবর এলাকায় চাউর হতেই রাতের অন্ধকারে গ্রামের মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর দেওয়া হয় বনদফতর কে। বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কুমির টি ধরার জন্য ধরার জন্য পরিকল্পনা শুরু করেছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে প্রত্যন্ত গোসাবা ব্লকের সুন্দরবন জঙ্গল সংলগ্ন প্রান্তিক দুলকি ও সোনাগাঁও গ্রামের মধ্যবর্তী এলাকায়।গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে দূর্গাদুয়ানী নদী।শুক্রবার রাতে আচমকা সেই নদী থেকে একটি কুমির ডাঙায় উঠে আসে।ঢুকে পড়ে গ্রামের লোকালয়ে।গ্রামের মধ্যে কুমির ঢুকে পড়ার ঘটনাটি স্থানীয় মানুষের নজরে পড়ে।এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য।অন্যদিকে কুমির টি নদীতে ফিরে না গিয়ে সুযোগ বুঝে গ্রামেরই মধ্যে জনৈক হরসিন্ধু জানা নামে গ্রামেরই এক ব্যক্তির পুকুরে ঢুকে পড়ে।বনদফতরের কর্মীরা জাল দিয়ে কুমিরটি কে ধরে ফেলে।অন্যদিকে কুমিরটি সুস্থ থাকায় বনদফতরের কর্মীরা শনিবার তাকে প্রত্যন্ত সুন্দরবনের গভীর জঙ্গলের চোরাগাজি খালের নদী খাঁড়িতে ছেড়ে দিলে হাঁফ ছেড়ে বাঁচেন আতঙ্কগ্রস্থ গ্রামের মানুষজন।