নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি ব্লকের সাতালি চা বাগানে রবিবার থেকে আয়োজিত হল শ্রীমদ ভাগবত সপ্তাহ ভক্তদের জ্ঞানযঞ্জ মহোৎসব । এই উপলক্ষে রবিবার এক কলশ যাত্রা বের হয়। কলশ যাত্রা সাঁতালি চা বাগান থেকে শুরু হয়ে পুরাতন হাসিমারা এলাকার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের ওই কলশ যাত্রায় এলাকার বহু মহিলা অংশ গ্রহণ করে।
Leave a Reply