জয় কিষাণ আন্দোলনের কর্মীদের সুস্থায়ী কৃষি পদ্ধতির প্রশিক্ষণ শিবির।

0
1630

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- আজ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের বিনোদবাটি গ্রামে “জয় কিষান আন্দোলন আরণ্য কৃষি কেন্দ্রে” সুস্থায়ী কৃষি পদ্ধতির প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়। চাষ জমির উর্বরতা বাড়ানোর এবং রাসায়নিক সার নির্ভরতা কমানোর জন্য বায়োচার (কাঠ কয়লা) এবং পিএসএম (ফসফেট সলুবালাইজিং মাইক্রোঅর্গানিজমস) খুব গুরুত্বপূর্ণ উপাদান। দুটোই কৃষক নিজের হাতে নিজের খেতের জিনিষ দিয়ে তৈরি করে নিতে পারে। কর্পোরেটের উপর নির্ভরশীলতার দরকার নেই। আজকের প্রশিক্ষণ শিবিরে বায়োচার এবং পিএসএম বানানো হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষণ দেন বৈজ্ঞানিক ডঃ অন্তরা রায়। শিবিরে উপস্থিত ছিলেন হুগলী ও বাঁকুড়া জেলার ৯ জন জয় কিষাণ আন্দোলনের কর্মী।

জয় কিষাণ আন্দোলনের রাজ্য সভাপতি প্রবীর মিশ্র বলেন: “জয় কিষান আন্দোলন আদর্শ: সংগ্রাম থেকে সমাধান এবং সংঘর্ষের সঙ্গে নির্মাণ। সেই নীতি অনুযায়ী জয় কিষান আন্দোলনের সব কর্মী হাতে-কলমে সুস্থায়ী কৃষির কাজ শিখবেন যাতে কৃষকদের দৈনন্দিন সমস্যা ও সমাধান সম্বন্ধে তারা ওয়াকবহল হন।এই উদ্দেশ্যে আজ প্রথম শিবির হল। এবার থেকে ঘন ঘন এই ধরনের শিবির হবে।”

জয় কিষাণ আন্দোলনের বাঁকুড়া জেলা সভাপতি ননী রায় বলেন: “কৃষকদের সব রকম অধিকারের লড়াইতো আমরা লড়বই কিন্তু তার সঙ্গে আমাদের স্বনির্ভর চাষকে বাংলায় ফিরিয়ে আনতে হবে। তা না হলে কৃষক কোনদিন টাকার মুখ দেখবে না। কোম্পানিরা সব লুটেপুটে নিয়ে যাবে। আর কৃষক ভিখারি হয়ে হাত পেতে সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে। বাপ-দাদার আমলের স্বাধীন কৃষি ফেরাতে জয় কিষাণ আন্দোলন এই শিবিরের আয়োজন করেছে। এই চিন্তা ও কাজ আমরা সারা বাংলায় ছড়িয়ে দেব।”