দামোদর নদের ওপর স্থায়ী সেতুর দাবিতে যাত্রীদের প্রতীকী অবস্থান।

0
339

সুদীপ সেন, বাঁকুড়া:-  দীর্ঘ দিন ধরে দামোদর নদের ওপর পাকা সেতুর দাবিতে আন্দোলন চলছে।

সাধারণ মানুষের দাবিকে সমর্থন করে এই দাবিতে লড়াই করছে দামোদর বিহারী নাথ সেতু বন্ধন কমিটি।

তার ই অঙ্গ হিসেবে ১৫ ই মে দামোদর নদের অস্থায়ী বাঁশের সেতুতে প্রতীকী অবস্থানে সামিল হন সাধারণ যাত্রী গণ।

তাদের দাবি অবিলম্বে এই সেতু পাকা করতে হবে।
পরিবেশ বিদ পরশুরাম সিং জানান, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে বাঁকুড়া পুরুলিয়া র বিভিন্ন স্থানে গাছ লাগানোর জন্য এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন।
সাধারণ সকল যাত্রীদের জন্য তিনি অতি সত্বর এই সেতু পাকা করার দাবি জানান।

এই অবস্থানের খবর পেতেই সেখানে এসে উপস্থিত হন দামোদর বিহারিনাথ সেতু বন্ধন কমিটির সম্পাদক চন্দন মিশ্র, সভাপতি সুবল চক্রবর্ত্তী, সহ সভাপতি সুভাষ রায়, পঙ্কজ দাস, বিশ্বদীপ ভট্টাচার্য্য ও অন্যান্য সদস্য বৃন্দ।

কমিটির সম্পাদক ও সভাপতি অবস্থান রত যাত্রীদের আশ্বাস দেন সেতু র এই গুরুত্ব পূর্ণ বিষয় নিয়ে পূর্ত মন্ত্রী মলয় ঘটকের সাথে তাঁরা কথা বলেছেন এবং ভবিষ্যতেও বলবেন।

যাত্রীদের এই অবস্থান এলাকার সাধারণ যাত্রীদের মধ্যে দারুন প্রভাব ফেলে।