পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের ব্লক সভাপতির আত্মজীবনীমূলক বই প্রকাশের পর পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া শহর জুড়ে শোরগোল সৃষ্টি হয়েছিল। যার ফলে অনেকটাই অসুস্থ মধ্যে পড়েছে লোকাল তৃণমূল নেতাকর্মীরা, কারন তাঁর লেখা বইয়ের পাতায় পশ্চিম পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরোজা বিবিকে আক্রমন করা হয় বলে অভিযোগ বিধায়কের। সে কারনে এiদিন ব্লক সভাপতির বই প্রকাশের পাল্টা সাংবাদিক বৈঠক করেন বিধায়ক প্রতিনিধি সেক জইরুল ইসলাম। ব্লক সভাপতির আত্মজীবনী মূলক বই প্রকাশের পাল্টা মন্তব্য করলেন সাংবাদিক সম্মেলন করে। এই দিন তিনি বলেন যেভাবে এলাকাকে উন্নয়নে পুড়িয়ে দেওয়া হয়েছে তা গত বিধানসভা নির্বাচনে মানুষ বুঝিয়ে দিয়েছে, রাস্তাঘাটে সমস্যা থেকে শুরু করে পানীয় জলের সমস্যা পর্যন্ত নেই গোটা এলাকায়,তবে ব্লক সভাপতির এই বই প্রকাশিত হওয়ার পর বিজেপির তরফ থেকে কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছিল, এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তার পাল্টা নিদান ছুড়ে দিলেন শেখ জইরুল ইসলাম, তিনি বলেন বিরোধীদের আর কাজ নেই তারা বিরোধিতা করতে পারলেই খুশি। এলাকায় যেই রকমভাবে উন্নয়ন হয়েছে তা সাধারন মানুষ জবাব দিয়ে দিয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা পাঁশকুড়ার তৃণমূলের ব্লক সভাপতি আত্মজীবনীমূলক বই প্রকাশের পর নড়েচড়ে বসল তৃণমূল নেতৃত্ব,সাংবাদিক...