পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রিটায়ার্ড এমপ্লয়ীজ ফেডারেশন (প:ব:)পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে চতুর্থ ত্রি- বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গোলখুলি দূর্গা মন্দির সভাগৃহে। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মদনমোহন ভট্টাচার্য্য, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক সোমনাথ ঘোষ, সভাপতি দিলীপ কুমার সরখেল, সুব্রত সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন। সারা জেলা থেকে প্রায় দেড় হাজার প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের নানা জনস্বার্থবিরোধী কাজের সমালোচনা করা হয়, এবং সরকারের কাছে নিজেদের দাবি দাওয়া নিয়ে কিভাবে আন্দোলন গড়ে তোলা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Home রাজ্য দক্ষিণ বাংলা রিটায়ার্ড এমপ্লয়ীজ ফেডারেশনের উদ্যোগে খড়্গপুরে চতুর্থ ত্রি- বার্ষিকী সম্মেলন।