প্রতিশ্রুতি মতো কাজ না হওয়ায় কারখানার গেটে বিক্ষোভ দেখাল জমিদাতা চাষিরা।

0
275

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  কারখানা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি মত জমিদাতা চাষীদের কারখানায় কাজে নিয়োগের দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাঁকোয়া অঞ্চলের নয়া পাটনা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা কারখানার গেটে চাষীরা কারখানার গাড়ি আটকে বিক্ষোভ দেখাল জমিহারা চাষিরা। চাষীদের অভিযোগ, নয়া পাটনা এলাকায় ম্যাট ফাউন্ডেশন নামে একটি কোম্পানি ওই এলাকার কৃষকদের কাছ থেকে প্রায় চল্লিশ একর জমি প্রায় ষাটজন কৃষকদের থেকে কেনে। কিন্তু অভিযোগ। জমিদাতা চাষীদের কোম্পানিতে কাজে নিয়োগের প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত কাউকে নিয়োগ করা হয়নি। এবং বাইরে থেকে লোক নিয়েছে কাজ করাচ্ছে স্থানীয় লোক এদের কাজ দিচ্ছে না। তাই জমিদাতা চাষীদের কোম্পানিতে নিয়োগের দাবিতে সোমবার বিক্ষোভ দেখায়। পাশাপাশি কৃষকদের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ চালিয়ে যাবে।