আবদুল হাই,বাঁকুড়াঃ গ্রামে মহা সমারোহে শিব পূজা চলছিল। আর তাঁকেই মন্দির সংলগ্ন এলাকায় বিশালাকার এক অশ্বথ্ গাছে উঠে পড়েন অসিত মাঝি নামে এক ব্যক্তি। সোমবার বিকেলে খাতড়া শহর সংলগ্ন পাঁপড়া গ্রামের ঘটনা।
হঠাৎই ঐ ব্যক্তির গাছে উঠে পড়ার বিষয়টি ঐ এলাকার মানুষের নজরে আসতেই বছর পঁয়তিল্লিশের ঐ ব্যক্তিকে গাছ থেকে নেমে আসার অনুরোধ জানান। হাজারো অনুরোধ আর কাকুতি মিনতিতে কাজ না হওয়ায় খবর দেওয়া হয় খাতড়ার দমকল বিভাগে।
দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টার পর অচৈতন্য অবস্থায় তাকে গাছ থেকে নামানো হয়। পরে স্থানীয়দের চেষ্টায় স্বাস্থ্য পরীক্ষার জন্য খাতড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রামবাসীদের একাংশের দাবি, মদ্যপ অবস্থায় ঐ ব্যক্তি হঠাৎই গাছে উঠে পড়ে। এমনকি আত্মহত্যার চেষ্টাও সে করেছিল। তবে সময় মতো দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় সেই উদ্দেশ্য সফল হয়নি বলেই তারা জানিয়েছেন।
খাতড়া দমকল বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, স্থানীয়দের সঙ্গে নিয়ে কোমরে দড়ি বেঁধে ঐ ব্যক্তিকে গাছ থেকে নামানো হয়। পরে তারাই হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন বলে তিনি জানান।
বাইট:
1) পলাশ লাই (স্থানীয় বাসিন্দা)
2) প্রদীপ মহন্ত (স্থানীয় বাসিন্দা)
3) বরণ আউলি (স্থানীয় বাসিন্দা)
4) অঞ্জন বন্দ্যোপাধ্যায় (দমকল আধিকারিক)