দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল, বারবার বলা সত্বেও সংস্কারের কোনো উদ্যোগেই লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

0
300

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল, বারবার বলা সত্বেও সংস্কারের কোনো উদ্যোগেই লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।সামনে বর্ষা, তাই দ্রুত সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল এলাকাবাসী। একেই রাস্তা সংস্কারের দাবিতে দুই জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসী। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথী থেকে গদিখানা মোড় পর্যন্ত প্রায় ৭ কিমি রাস্তার অবস্থা বেহাল বলে দীর্ঘ দিন অভিযোগ করে আসছে স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দাদের রাস্তা সংস্কারের দাবিকে গুরুত্ব দিচ্ছে না কর্তৃপক্ষ। ফলে মঙ্গলবার সংশ্লিষ্ট রাস্তার জটেশ্বর পেট্রোল পাম্প ও আলীনগর এলাকায় এক সঙ্গে অবরোধে সামিল হয় এলাকাবাসী।অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ।এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তাটি খগেনহাট, এথেলবাড়ি, ফালাকাটা, জটেশ্বর এমনকি ধুপগুড়ির মতো ব্লক শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র অবলম্বন এই রাস্তা এলাকাবাসীর। সংস্কারের অভাবে পিচের চাদর উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে।সামান্য বৃষ্টিতে জল জমে বলে অভিযোগ।বেহাল রাস্তার জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। এই রাস্তার উপর নির্ভরশীল এলাকার কৃষক থেকে সবজি ব্যবসায়ী ও স্কুল কলেজ পড়ুয়ারা।বিক্ষোভ কারীদের দাবি, স্থানীয় বিডিও এবং ঠিকাদার সংস্থার লোকজন না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবে তাঁরা।সকাল নয়টা থেকে তিন ঘণ্টা অবরোধ চলার পর অবশেষে ঘটনাস্থলে ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার পৌঁছে দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও দ্রুত কাজ শুরু না হলে ফের আন্দোলনে নামার হুমকি দেয় স্থানীয় বাসিন্দারা বলে জানান গিয়েছে।