আবদুল হাই, বাঁকুড়াঃ মঙ্গলবার পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের হাট- আশুড়িয়া গ্রামের বাসিন্দারা । দুর্গাপুর থেকে যে বাস রাস্তাটি বিষ্ণুপুর গেছে ভায়া রাঙ্গামাটি পখন্না হয়ে । সেই বাস রাস্তায় হাট- আশুড়িয়ার পঞ্চায়েত দপ্তরের কিছুটা দূরে বাস রাস্তার মধ্যে গ্রামবাসীরা অবরোধ বিক্ষোভ শুরু করেন । তাদের বক্তব্য দীর্ঘ তিন মাস ধরে পানীয় জলের যে ট্যাপ সেগুলি খারাপ হওয়ার কারণে প্রচন্ড গ্রীষ্মের সময় তারা পানীয় জল পাচ্ছেন না । এ কারনে সারা গ্রাম জুড়ে পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে । পখন্না ফাঁড়ি থেকে পুলিশ এবং হাট- আশুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান যৌথভাবে গিয়ে তাদের অতি দ্রুত পানীয় জলের ব্যবস্থা করার জন্য আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় ।গ্রামবাসীদের পক্ষে রশিদা বিবি জানিয়েছেন , দীর্ঘদিন ধরে তারা জল পাচ্ছেন না প্রশাসন কেও তারা জানিয়েছেন বাধ্য হয়ে আজকে তারা রাস্তা অবরোধ করেছেন । আগামী দিনে যদি জলের ব্যবস্থা না হয় তাহলে তারা আরও বড় ধরনের আন্দোলনে নামবেন বলে জানান।