সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –রাজনীতির ময়দানে থেকে অসহায় দরিদ্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে শিক্ষার জন্য একক ভাবে অনবদ্য উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিলেন ক্যানিং ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অরিত্র বোস।ক্যানিং ১ ব্লকের ১০ গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে কোচিং সেন্টার খোলা হবে।সেখানে দুজন করে শিক্ষক সপ্তাহে দুদিন করে কোচিং করাবেন।এই কোচিং সেন্টারে এলাকার পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত দরিদ্র অসহায় ছাত্রছাত্রীরা বিনাব্যয়ে পড়াশোনা করতে পারবে। এমন কি তাদের পড়াশোনার সামগ্রীও দেওয়া হবে বলে জানিয়েছে ক্যানিং ১ ব্লক তৃণমূল যুব সভাপতি। আগামী ১৫ জুন থেকে আনুষ্ঠানিক ভাবে এই কোচিং সেন্টার চালু হবে।
এমন অভিনব মানবিক উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস জানিয়েছে ‘বিনাব্যয়ে দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য কোচিং সেন্টার খোলার এমন উদ্যোগ নিঃসন্দেহে ভালো পদক্ষেপ।ব্লকের অসংখ্য দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে,যারা একটু কোচিং পেলে হয়তো আরো ভালো ফল করবে। কিন্তু সেই সামর্থ তাদের নেই। বিনাব্যয়ে কোচিং সেন্টার চালু হলে একদিকে যেমন শিক্ষার মান বাড়বে তেমনই দরিদ্র ছাত্রছাত্রীদের কোন চিন্তা থাকবে না। ’
কেন এমন উদ্যোগ জানতে চাওয়া হলে ক্যানিং ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিত্র বোস জানিয়েছেন ‘পারিবারিক অর্থনৈতিক সমস্যার কারণে প্রতিভা থাকা স্বত্বেও অনেক সময় একজন ছাত্র বা একজন ছাত্রী খুব বেশি পড়ালেখা করতে পারে না।দারিদ্রতার কারণে অনেক প্রষ্ফুটিত প্রতিভা মাঝপথে চিরতরে হারিয়ে যায়।দারিদ্রতা যাতে করে বাধা হয়ে না দাঁড়ায় এবং ক্যানিং ১ ব্লক এলাকায় একটিও ছেলে মেয়ের পড়াশোনা যাতে বন্ধ না হয় তারজন্য এমন উদ্যোগ নিয়েছি।’