নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আমরা সর্বপ্রথম তুলে ধরেছিলাম শান্তিপুর মতিগঞ্জ মোড়ে অবস্থিত পশু হাসপাতালের অব্যবস্থা। দীর্ঘদিন যাবৎ ডাক্তার না থাকার কারণে সাফাই কর্মী এবং নাইটগার্ডের চিকিৎসার ফলে লাগাতার কৃষকের গরু ছাগলের মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে ছিলাম আমরা। সরকারি পশু চিকিৎসা কেন্দ্র থাকা সত্বেও পশুপাখি প্রতিপালনকারীদের অনেক টাকা খরচ করে নির্ভর করতে হয় প্রাইভেট ডাক্তারদের প্রতি। সামান্য অসুখ-বিসুখ এর ঔষধ পর্যন্ত মেলেনা হাসপাতালে এমনই যন্ত্রণার কথা তুলে ধরে ছিলাম আমরা। খবর দেখে বিধায়কের তৎপরতায়
অবশেষে নড়েচড়ে বসল হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বিধায়ক জেলা প্রাণিসম্পদ দপ্তর স্বাস্থ্য আধিকারিক কে সাথে নিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেন বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন দীর্ঘক্ষন ধরে। কথা বলেন চিকিৎসা করতে আসা গৃহস্থ দের সাথেও। বিধায়কের কথায় অল্পদিনেই আবারও স্বাভাবিক চিকিৎসাব্যবস্থা ফিরে আসবে। ইতিমধ্যেই মন্ত্রীর সাথে কথা হয়েছে। সেই অনুযায়ী আজ আধিকারিক কে নিয়ে এখানে আসা, তবে এর আগেও একাধিক অভিযোগ আমার কাছে এসেছিলো।