পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সমাজের প্রতি কৃষক বন্ধুদের অবদানকে স্বীকৃতি।

0
234

বীরভূম, শুভজিত মন্ডল:-  পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সমাজের প্রতি কৃষক বন্ধুদের অবদানকে স্বীকৃতি জানাতে ‘কৃষকরত্ন সম্মান’ প্রদান এবং সাঁইথিয়া সহ কৃষি অধিকর্তার করনের ব্যবস্থাপনায় আজ 17 ই মে 2022 মঙ্গলবার সহ কৃষি অধিকর্তার মিটিং হলে শ্রী সমীর কুমার মন্ডল (গ্রাম কুসুমযাত্রা, পোঃ আহমোদপুর, জেলা বীরভূম) কে কৃষকরত্ন পুরস্কার প্রদান করা হইল । এছাড়াও এই শিবিরে 30 জন চাষি উপস্থিত ছিলেন। কৃষকরত্ন পুরস্কারটি হাতে তুলে দেন মাননীয়া ডঃ পুষ্পিতা রায় মহাশয়া ।

এ বিষয়ে সাঁইথিয়া সহ কৃষি অধিকর্তা ডঃ পুষ্পিতা রায় মহাশয়া চাষি ভাইদের উদ্দেশ্যে জানান যে জৈব সারের ব্যবহার নতুন নতুন পদ্ধতিতে চাষাবাদ করা, কেঁচো সারের ব্যবহার।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডঃ পুষ্পিতা রায় (সহ কৃষি অধিকর্তা সাঁইথিয়া ব্লক) জীবনানন্দ বাগ্দী (সভাপতি সাঁইথিয়া পঞ্চায়েত সমিতি) , প্রশান্ত মণ্ডল, চেয়ারম্যান ATMA কমিটি সাঁইথিয়া ব্লক, মাননীয় খাইরুল আলম ,উপর কৃষি অধিকর্তা,বিশ্ব ব্যাংক বীরভূম সহ সকল কর্মচারী বৃন্দ।