সুভাষ চন্দ্র দাশ,জয়নগর – ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হলে এক অশ্বারোহী। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত জয়নগর থানার ঢোষা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিলপি এলাকায়।আহত অশ্বারোহী ফারুক মন্ডল কে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী নার্সিহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে তিলপি গ্রামবাসীদের আয়োজন এদিন এক ঘোড় দৌড়ের আয়োজন করা হয়েছিল।২১ তম বর্ষে এই ঘোড় দৌড়ে বিভিন্ন এলাকা থেকে ২৩ টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল।দর্শক সংখ্যও প্রচুর ছিল।এদিন চার বার ঘোড় দৌড় হয়।জটিলতা তৈরী হয় তৃতীয় বার দৌড়ের সময়। সেই সময় এক ঘোড়ার পিঠ থেকে আচমকা পড়ে যায় অশ্বারোহী ফারুক। গুরুতর জখম হয়। স্থানীয় মানুষজন ও ঘোড় দৌড় আয়োজকরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারী নার্সিংহোমে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহত ওই অশ্বারোহী।