নিজস্ব সংবাদদাতা, মালদা:- ফের মালদা মেডিকেল কলেজ সংলগ্ন একটি বিশ্রামাগার থেকে এক রোগীর আত্মীয় নগদ কয়েক হাজার টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আব্দুল করিম নামে ওই যুবক এই চুরির ঘটনায় মেডিক্যাল কলেজের পুলিশ ক্যাম্পে অভিযোগ জানিয়েছেন। তাঁর বক্তব্য, রোগীর আত্মীয়দের এই বিশ্রামাগারে থাকার ব্যবস্থা রয়েছে। অথচ নজরদারির ক্ষেত্রে সিসি ক্যামেরার কোন ব্যবস্থা নেই। এমনকি যে কোন অচেনা মানুষের পরিচয় পত্র জমা না নিয়ে থাকার ব্যবস্থা করছে ওই বিশ্রামাগার কর্তৃপক্ষ। এক্ষেত্রে রোগীর আত্মীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্দুল করিম নামে ওই যুবক মঙ্গলবার সকালে তার অসুস্থ মাকে মালদা মেডিক্যাল কলেজের ফিমেল বিভাগে ভর্তি করেন। এরপর রাতে মেডিক্যাল কলেজের সামনে একটি বিশ্রামাগারে শোবার জন্য ৪০ টাকা দিয়ে টিকিট করেন। তার কাছে প্রায় ৮ হাজার টাকা, মোবাইল এবং আরো বেশকিছু কাগজপত্র ছিল।
হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দা আব্দুল করিম নামে ওই যুবকের অভিযোগ, মেডিকেল কলেজ সংলগ্ন ওই যাত্রী বিশ্রামাগারে বিশ্রাম নেওয়ার সময় দু-তিনজন অচেনা মানুষ তাকে নজর রাখছিল। যদিও তিনি নিরাপত্তার মধ্যে রয়েছেন বলেই মনে করেছিলেন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখেন তার টাকার ব্যাগ নেই। সেই টাকার ব্যাগে প্রায় ৮ হাজার টাকা ছিল। এর সাথে ডাক্তারের কিছু নথিপত্র, মোবাইল চুরি হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় মেডিকেল কলেজ চত্বরে রোগীর আত্মীয়দের বিশ্রামাগারগুলিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
যদি এ প্রসঙ্গে ওই বিশ্রামাগার কর্তৃপক্ষ কোনো মন্তব্য করে নি। মালদা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা: পুরঞ্জয় সাহা জানিয়েছেন, বিষয়টি মেডিকেল কলেজের বাইরে ঘটেছে। কাজেই এব্যাপারে কিছু বলতে পারব না।