মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে গাড়ির টায়ার ফেটে বিপত্তি,আহত দুই তৃণমূল কর্মী,চাঞ্চল্য দাসপুরের অস্তল এলাকায়।

0
249

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে বাড়ি ফেরার পথে গাড়ির টায়ার ফেটে বিপত্তি, ঘটনায় আহত দুই তৃণমূল কর্মী, ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরের পর পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অস্তল এলাকায়,
জানা গিয়েছে ঘাটাল পুরসভার ভাইস চেয়ারম্যান অজিত দে এই দুর্ঘটনায় জখম হয়েছেন। তাকে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ স্তরে কর্মী সভা থেকে অজিত বাবু এবং সাথে আরো কয়েকজন একটি গাড়িতে ঘাটালে ফিরছিলেন।দাসপুর থানার অস্তল স্টপেজ গাড়ির প্রথম চাকা বাস্ট হলে গাড়িটি রাস্তায় উলটে যায়।
স্থানীয় মানুষজন এসে অজিতবাবু এবং অন্যান্যদের উদ্ধার করে।অজিত বাবুর মাথায়,পায়ে এবং পাঁজরে আঘাত লেগেছে বলে তিনি জানান। আহত অজিত দে কে ঘাটাল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত জানান, তার চিকিৎসা যাতে যথাযথ হয় তার ব্যবস্থা করে করা হয়েছে।
প্রয়োজনে অন্যত্র নিয়ে যাওয়া হবে। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।