সুদীপ সেন, বাঁকুড়া:- ০৫ ই মে থেকে ২০ ই মে রাজ্য জুড়ে চলছে উন্নয়নের ১১ বছরের পথে শীর্ষক অনুষ্ঠান সূচি।
তার ই অংশ হিসেবে ১৮ ই মে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতা শিবির।
যার বিশ্বয়: শিশু সুরক্ষা এবং বাল্য বিবাহ রোধ।
এতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা শিশু সুরক্ষা আধিকারিক পার্থ সারথি মন্ডল, শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও মিলন মালাকার, শালতোড়া থানার ও, সি, শুভাশিস হালদার ,পঞ্চায়েত দপ্তরের আধিকারিক বিথুন সামন্ত, আই ,সি, ডি,এস এর সুপারভাইজার, কর্মীগণ, পঞ্চায়েত প্রধান এবং কন্যাশ্রী এর মেয়ে রা।।
অনুষ্ঠান মঞ্চে শিশু সুরক্ষা দপ্তরের জেলা আধিকারিক, জয়েন্ট বিডিও স্যার এবং ও সি স্যার খুব সুন্দর ভাবে শিশু সুরক্ষার বিষয়ে এবং বাল্য বিবাহের কু ফল গুলি তুলে ধরেন।