নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল ।ঝাড়গ্রাম স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না। স্টেডিয়ামের বাইরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সভায় মানুষের ভিড় ছিল ব্যাপক। সবথেকে মহিলাদের ভিড় ছিল বেশি। মহিলাদের উপস্থিতি দেখে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল করে মহিলারা সভায় যোগদান করেন। সবথেকে বড় মিছিলটি এসেছিল ঝাড়গ্রাম পৌরসভার ১৮নম্বর ওয়ার্ড থেকে। ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর গৌতম মাহাতোর নেতৃত্বে কয়েক হাজার মানুষ মিছিল করে সভাস্থলে আসেন। ওই মিছিলে এক হাজারেরও বেশি মহিলা শামিল হয়েছিলেন । তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গৌতম মাহাতো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম শহরের উন্নয়নে একাধিক কাজ করেছেন। ঝাড়গ্রাম শহর কে সাজিয়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন । মহিলাদের লক্ষীর ভান্ডার ,কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী সহ বিভিন্ন প্রকল্পের অধীন আনা হয়েছে । তাই মহিলারা শঙ্খ বাজাতে বাজাতে মুখ্যমন্ত্রী কে স্বাগত জানাতে স্টেডিয়ামে এসেছিলেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য সবাই শামিল হয়েছিলেন। যেভাবে পৌরসভা নির্বাচনে মানুষ তৃণমূলকে সমর্থন করেছিলেন। আগামী দিনে সেই ভাবেই মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। তাই মুখ্যমন্ত্রীর সভায় বেশিরভাগ মহিলা শামিল হয়েছিলেন। এছাড়াও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মহিলা সামিল হয়ে ছিলেন মুখ্যমন্ত্রীর সভায়। কাউন্সিলর গৌতম মাহাতো বলেন দিদি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মত মানুষকে সঙ্গে নিয়ে আমরা উন্নয়নের কাজ করব ।আগামী দিনে ঝাড়গ্রাম কে আরো সুন্দর করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।