কিস্তির টাকা না দিলে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হবে এমনই হুমকির অভিযোগ উঠল বেসরকারি একটি সংস্থার বিরুদ্ধে, উত্তেজনা চন্দ্রকোনার খলকপুরে।

0
319

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কিস্তির টাকা না দিলে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হবে এমনই হুমকির অভিযোগ উঠল বেসরকারি একটি সংস্থার বিরুদ্ধে।এই ঘটনার খবর করতে গেলে লগ্নিকারী সংস্থার কর্মীরা সংবাদমাধ্যমের কর্মীদের ক্যামেরা কেড়ে নেয়,এমনকি ধাক্কা দিয়ে সরিয়েও দেওয়া হয়।ঘটনার খবর পেয়ে পুলিশ ওই সংস্থার কর্মীদের তথ্য যাচাইয়ের জন্য আটক করে নিয়ে যায়। লগ্নিকারী সংস্থার কর্মীদের বিরুদ্ধে বাড়িতে গিয়ে দুব্যবহার ও হুমকির অভিযোগ তুলে আটকে রাখে গ্রামের মানুষ,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে ওই সংস্থার কর্মীরা সঠিক পরিচয়পত্র না দেখানোয় ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় থানায়।বৃহস্পতিবার দুপুরে এমনই ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খলকপুর গ্রামে।জানাযায় আজ দুপুর নাগাদ খলকপুর গ্রামে উজ্জীবন ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড নামে একটি বেসরকারি লগ্নি সংস্থার কর্মীদের আটকে রাখে গ্রামের মানুষরা।জানাযায়,উজ্জীবন ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড কোম্পানি খলকপুর গ্রামের বেশ কিছু পরিবারের কাছে আধার কার্ড,ভোটার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সুদ বাবদ টাকা দেয়।সুদ সমেত মাসে মাসে গ্রামের মানুষদের কাছ থেকে আদায় করে টাকা।গ্রামের মানুষদের অভিযোগ টাকা পরিশোধ করার পরেও প্রতিনিয়ত সংস্থার থেকে নেওয়া টাকার সুদ নিজেদের ইচ্ছামতো বাড়াতে থাকে ওই সংস্থা।আর গ্রামের মানুষরা এর প্রতিবাদ করতেই ওই লগ্নি সংস্থার কর্মীরা মহিলাদের বলে আপনাদের তুলে নিয়ে যাওয়া হবে টাকা না দিলে।বৃহস্পতিবার ওই সংস্থার জনা সাতেক কর্মী দলবল বেঁধে গ্রামে গিয়ে একজনের বাড়িতে গিয়ে টাকা চাওয়ার নামে দুব্যবহার করে এমনকি বাড়ির মহিলাদের তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ আর এতেই দেখা দেয় উত্তেজনা,গ্রামের মানুষ তাদের আটকে রাখে।খবর যায় সংবাদমাধ্যমের কাছে এই খবর করতে গেলে লগ্নি সংস্থার কর্মীরা কেড়ে নেয় সংবাদমাধ্যমের ক্যামেরা এমনকি ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় সংবাদমাধ্যমের কর্মীদের।গন্ডোগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ,পুলিশ গিয়ে ওই লগ্নিকারী সংস্থার কর্মীদের সাথে কথা বলে এমনকি প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় জিজ্ঞাসাবাদের জন্য ওই লগ্নি সংস্থার কর্মীদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে চন্দ্রকোনা থানায়।পুলিশ সূত্রে খবর,সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা এবং ওই সংস্থার সম্পর্কেও বিস্তারিত খোঁজ নেওয়া চলছে।