জাল ফার্মাসিস্ট সার্টিফিকেটে সহ গ্রেপ্তার এক।

0
233

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ সম্প্রতি বাঁকুড়ার ইন্দাসের এক ব্যাক্তি খুচরো ওষুধ দোকান খোলার জন্য বাঁকুড়ার ড্রাগ কন্ট্রোল দফতরে আবেদন জানান। সেখানেই প্রদীপ কুমার দাসের ফার্মাসিস্ট সার্টিফিকেটের কপি জমা করেন । তার পরেই ড্রাগ কন্ট্রোল অফিস ওই ফার্মাসিস্টের রেজিস্ট্রেশান সার্টিফিকেটের কপি পাঠিয়ে রাজ্যের আর কোন জেলার দোকানের সাথে যুক্ত আছেন কিনা। তার পরেই জানতে পারেন ওই একই ব্যাক্তি আরো তিন জেলায় ভিন্ন ভিন্ন ঠিকানা দিয়ে ওষুধ দোকানের সাথে যুক্ত রয়েছে। তার পরেই ইন্দাসের যে ওষুধের দোকান খোলার জন্য আবেদন করেছিল তাকে এবং ওই ফার্মাসিস্টকে জেলা ড্রাগ কন্ট্রোল অফিস ডেকে পাঠায়। সেখানেই জাল ফার্মাসিস্ট সার্টিফিকেটের কথা জানতে পারে ড্রাগ কণ্ট্রোল অফিস। অপরাধ স্বীকার করে নেই ওই ফার্মাসিস্ট। তারপরেই ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা ওই ফার্মাসিস্টকে বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে তুলে দেয়। আজ তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়।