আবদুল হাই, বাঁকুড়াঃ শীতলায় বাবা বুড়ো শিবের গাজনের আজ দ্বিতীয় দিন । গাজনকে কেন্দ্র করে শীতলা গ্রাম উৎসবে মেতে উঠেছে হাজার হাজার মানুষ । আজ শীতলা মুখার্জী বাঁধ থেকে বাবা বুড়ো শিবকে ভৈরব রূপে পূজিত করার জন্য গাজনের মন্দির প্রাঙ্গণে আনা হলো । এরপর বাবা বুড়ো শিবকে পুজিত করবেন দীয়াসিবৃন্দ । এই উপলক্ষে শিতলা গ্রামে আজ রাতে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । আগামী দিন রাত গাজন অনুষ্ঠিত হবে । উল্লেখ থাকে যে বড়জোড়া এলাকার মধ্যে শিতলার যে বুড়ো শিবের মন্দির প্রাঙ্গণ, সেটি আধুনিক ভাবে নির্মিত হয়েছে । গ্রাম্য ষোলআনার পক্ষ থেকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে এই দৃষ্টিনন্দন মন্দিরটি এলাকার মধ্যে নজর কেড়েছে । গাজন উপলক্ষে গোটা মন্দিরটিতে ফুল মালা সহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে ।