জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সরকারের ১১ বছর উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে বসে আকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এদিন জলপাইগুড়ি পুরসভার প্রয়াসে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষঠিত হয়। এদিন প্রায় কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চারটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রুপ A গ্রুপ B গ্রুপ C ও গ্রুপ D।
গ্রুপ A এর বিষয় ছিল যেমন খুশি আকো। গ্রুপ B এর বিষয় ছিল দুয়ারে সরকার। এবং গ্রুপ C এর বিষয় ছিল সরকারের 11 বছর। এই বিষয়ে পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল জানান আজ জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে সরকারের 11 বছর উপলক্ষে বসে আকো প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে । এদিন প্রায় শতাধিক পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাদেরকে একঘন্টা 15 মিনিট সময় দেওয়া হবে।
Home রাজ্য উত্তর বাংলা সরকারের ১১ বছর উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে বিশেষ আনুষ্ঠান অনুষ্ঠিত হলো।