অঙ্গনওয়াড়ি স্কুল পরিদর্শনে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।

0
284

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ১ নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রতিটি অঙ্গনওয়াড়ি স্কুল পরিদর্শন করলেন ক্যানিং ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর দাস ও অন্যান্য আধিকারিকরা। ক্যানিং ১ নম্বর ব্লকের মোট ৪৮৯ অঙ্গনওয়াড়ি স্কুল রয়েছে । বিগত কয়েকদিন আগে কিছু অঙ্গনওয়াড়ি স্কুল ও স্কুলের শিশুদের পরিবেশ করা খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল।এমন অভিযোগ গ্রামের সাধারণ মানুষের। আর সে সমস্ত অভিযোগ নিয়ে শনিবার সকালে আচমকা ক্যানিং ১ নম্বর ব্লকের বিভিন্ন অঙ্গনওয়াড়ি স্কুল পরিদর্শন করলেন ক্যানিং ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।এদিন তিনি বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারের খাবারের গুণগত মান খতিয়ে দেখেন পাশাপাশি খাবারের গুণগত মান পরীক্ষার জন্য শিশুদের খাবার নিজেও খেয়ে পরীক্ষা করে দেখলেন । এরপর গ্রামের সাধারণ মানুষ ব্লক উন্নয়ন আধিকারিক এর সামনে স্কুল নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।অভিযোগ শুনে তিনি লিপিবদ্ধ করেন এবং গ্রামবাসীদের আশ্বস্থ করে জানায় অভিযোগ খতিয়ে খেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।