আগুন থেকে নিজেকে রক্ষা এবং মানুষকে সচেতন করতে সচেতনতা শিবির মাথাভাঙ্গায়।

0
449

মনিরুল হক, কোচবিহারঃ অগ্নিনির্বাপন ব্যবস্থা থেকে নিজেকে রক্ষা করতে এবং মানুষকে সচেতন করতে সচেতনতা শিবির করল দমকল। এদিন মাথাভাঙার ২ টি শপিংমলে এবং নার্সিংহোমে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
এদিন মাথাভাঙ্গা দমকল কেন্দ্রের উদ্যোঅগে মাথাভাঙ্গায় দুই শপিং মলে এবং নাসিংহোমে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা দপ্তর এবং মাথাভাঙ্গা দমকল কেন্দ্রের যৌথ উদ্যোগে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। কোথায় আগুন লাগলে কীভাবে সেই আগুন নেভাতে হবে তা দেখানো হয়। এছাড়াও রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে আগুন ধরলে কোন কোন কৌশল অবলম্বন করতে হবে সেই বিষয়েও এদিন শিবিরে দেখান দমকল কেন্দ্রের আধিকারিক। এদিনের এই শিবিরে সাধারণ মানুষ থেকে শুরু করে, শপিং মলের এবং নার্সিংহোমের কর্মীদের ডেকে মানুষদের সচেতন করা হয়।
মাথাভাঙ্গা দমকল কেন্দ্রের আধিকারিক বলেন, ‘আগামী দিনেও তাদের এই কর্মসূচি চলবে মাথাভাঙ্গা জুড়ে। বিভিন্ন হিমঘর, পেট্রোল পাম্প, হোটেল, শপিংমল, বাজারে আগামী দিনে এই কর্মসূচি পালন করা হবে।