ইচ্ছে করছে আনন্দের বৃষ্টি তে অঝোর ধারায় ভিজতে।
ভিজতো শাড়ি?
বেশ তো ,দিতে না হয় একখান নীলাম্বরী কিনে।
ইচ্ছে করছে নীলফামারীর নীল ক্ষেতে ছটফটে পায়ে কোথাও হারিয়ে যেতে,
তোমার সাথে পিছুটান না রেখে।
রংপুরের সীমানা ধরে সোজা হাঁটা দিতে।
ইচ্ছে করছে তোমায় ভালোবাসতে
সোনালী রোদ্দুরে তোমার মনের মতো সাজতে।
ইচ্ছে করছে আকাশের সায়রে খুশির পানসীতে ভাসতে।
চৌখুপি ঘুড়ির ভালোবাসার সাথে এক্কাদোক্কা খেলতে।
এক সাজি তারায় রূপকথার সাঁঝবাতিটা জ্বালতে।
অনেক দিনের ইচ্ছে আমার , করতোয়ার ধারে হাঁটতে..
পৈঠায় বসে
তালগাছ গুলোকে কড়ি দিয়ে কিনতে।
আমার ইচ্ছে গুলো আজকাল কেমন যেন এলোমেলো আর তালগোল,
তোমার জন্য ভাবতে বসলে
মনের মধ্যে বারুদের চাদর।
তোমার কাছে চাইলে যেতে
বাঁশবনের বারণ।
কাঁটাতারের চোখ রাঙানি..
এ্যাই মাইয়া চুপ থাকতি পারোস না?
খালি নিজের ইচ্ছার কথা কস।
সত্যি বলছি ,ইচ্ছে গুলো দিত যদি আমারহাতের মুঠোর মাঝে ধরা
প্রজাপতির ডানায় তাদের ফিরিস্তি দিতাম লিখে।
বেলা-অবেলায় ইচ্ছেমত উড়তো সে ইচ্ছে মেটানোর দেশে।
নাই বা হলাম আমি, প্রজাপতি হোক না আমার প্রতীক।
আমার ইচ্ছে গুলো যাক না ওর মাঝে মিশে।
20/5/ 2022. 5: 45 pm