কলকাতায় পুলিশ লাঠিচার্জ ও ছাত্র-যুব কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল AIDSO ও AIDIO র।

0
295

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল অর্থাৎ শুক্রবার এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত নেতা-মন্ত্রীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ এবং ৫১ জন ছাত্র-যুব কর্মীদের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার সারা বাংলা প্রতিবাদ দিবশের ডাক দিল ছাত্র সংগঠন AIDSO ও AIDIO। তারই ধারাবাহিকতায় মেদিনীপুরে কালেক্টরি থেকে একটি মিছিল শহর পরিক্রমা করে ডি.এম গেটের সামনে বিক্ষোভ দেখায় AIDSO ও AIDIO সংগঠনের সদস্যরা। মিছিলে নেতৃত্ব দেন ডিএসও’র জেলা সম্পাদক তনুশ্রী বেজ এবং ডিওয়াইও’ র শীর্ষেন্দু বিকাশ শাসমল। তনুশ্রী বেজ বলেন, পুলিশ দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের গ্রেফতার না করে আন্দোলনরত ছাত্র যুবকদের উপর যেভাবে বর্বরোচিত আক্রমণ নামিয়ে আনছে তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং সঙ্গে বলতে এলাকায় এলাকায় টাকা দিয়ে চাকরির যে চক্র চলছে তার বিরুদ্ধে পুলিশ দ্রুত স্টেপ না নিলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।