ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা:- ক্ষনিকের কাল বৈশাখী ঝরে লন্ডভন্ড হয়ে গেল ঝাড়গ্রাম শহরের বেশ কিছু এলাকা । ঝাড়গ্রাম শহরের বুকে ৫ নাম্বার রাজ্য সড়কের উপর ভেঙে পড়ল বেশ কয়েকটা মৃত শাল গাছ । যার জেরে প্রবল যানজটের সৃষ্টি হয় । পরে প্রশাসনের তৎপরতায় গাছ সরিয়ে রাস্তার সচল করা হয় । শনিবার বিকেল প্রায় সাড়ে তিনটার সময় হঠাৎই ঝড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টির শুরু হয় । বৃষ্টির পাশাপাশি হালকা শীলা বৃষ্টি হয় ঝাড়গ্রাম শহর । জানা গিয়েছে বেলপাহাড়ি ও শিলদা এলাকায় ব্যাপক পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে । ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকার সেটেলমেন্ট মোড় সংলগ্ন ৫ নাম্বার রাজ্য সড়কের উপর একটি মৃত শাল গাছ ভেঙে পড়ে যার দরুন বৈদ্যুতিক তার ছিড়ে যায় । এছাড়াও পাঁচ মাথার মোড় সংলগ্ন রাজ্য সড়কের উপর এক বিশাল কৃষ্ণচূড়া গাছ পড়ে যায় । তুমুল ঝড় বৃষ্টি হওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে ঝাড়গ্রামে ।