পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা বার্ষিকসাধারণ সভা অনুষ্ঠিত হলো শনিবার।

0
238

নিস্ব সংবাদদাতা, মালদা,২১ মে : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা বার্ষিকসাধারণ সভা অনুষ্ঠিত হলো শনিবার।
এদিন মালদা শহরের কে জে সান্যাল রোড এলাকায় রেশম ভবনের সভা কক্ষে প্রদীপ প্রজ্জ্বলন করে বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উপস্থিত ছিলেন সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সংগঠনের রাজ্য সভাপতি তুষার আচার্য, জেলা সভাপতি সুরজিৎ কুমার দে সহ অন্যান্য নেতাকর্মীরা।
মালদা জেলার বিখ্যাত ঐতিহাসিক গৌড় এবং রেশম শিল্প।
বর্তমানে চীন ভালো বাজার করেছে রেশম শিল্প। মালদার রেশম শিল্পকে কিভাবে উন্নত করা যায় এবং পুরনো পদ্ধতি ছেড়ে নতুন পদ্ধতিতে মালদার রেশম শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সমস্ত শ্রেণীর কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে যেমন আলোচনা করা হয় তেমন রেশম শিল্পর উন্নয়ন নিয়েও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় বার্ষিক সাধারণ সভায়, বলে জানান, সংগঠনের রাজ্য সভাপতি তুষার আচার্য।