বৃষ্টির জমা জলে লাটে উঠেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের শতাব্দী প্রাচীন গরুহাটি।

0
321

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃষ্টির জমা জলে লাটে উঠেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের শতাব্দী প্রাচীন গরুহাটি। ফি বছর বর্ষায় জলে ভাসে ওই হাট চত্ত্বর। পরিকল্পনার অভাবে দীর্ঘদিন ধরে কোনো নিকাশি ব্যবস্থা না থাকার দরুন প্রচন্ড হয়রানির শিকার হতে হচ্ছে গরু ব্যবসায়ীদের। জানা গিয়েছে, সপ্তাহের প্রতি শনিবার গরু বেচা কেনা করতে ওই হাটে আসেন জেলার দূরদূরান্তর বিভিন্ন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। ব্যবসায়ীদের অভিযোগ, বহু প্রাচীন ওই গরুহাটিতে বৃষ্টি হলেই প্রচুর জল জমে যাওয়ার দরুন, সেখানে গরু বেচাকেনা প্রায় অসম্ভব হয়ে পরে। অগত্যা পেটে দায়ে ওই জলে ওপরে দাঁড়িয়ে গরুহাটি বসাতে বাধ্য হচ্ছেন গরু কেনা বেচায় যুক্ত ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, দ্রুত ওই গরুহাটির জলনিকাশি পরিকাঠামো ঠিক করে রক্ষা করা হোক শতাব্দী প্রাচীন ওই হাটটিকে। বিষয়টি জানার পর অবশ্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল। তবে কবে সেই প্রকল্প বাস্তবায়িত হয়, সেটাই এখন দেখার।