মুখ ধুতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুবরাজপুরে।

0
238

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ শনিবার সকালে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের রুজের পুকুরে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির। পরিবার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম কুড়োরাম বাদ্যকর। তিনি বিগত ৪০ বছর ধরে অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে ঢোল বাজাতেন। মৃত ব্যক্তির পুত্র অসীম বাদ্যকর জানান, আজ সকালে পুকুরে মুখ ধুতে গিয়ে হয়তো মাথা ঘুরে পড়ে যান এবং তারপরেই জলে তলিয়ে যান বাবা। ঘন্টা তিনেক পরে পুকুরের জলে তাঁর মৃতদেহ ভেসে ওঠে। তারপর খবর দেওয়া হয় দুবরাজপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যান। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সিউড়ি সদর হাসপাতালে।