পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রেলের থার্ড লাইনের কাজ চলাকালীন জেসিবি মেশিনের হাইড্রোলিক পাম্পের বাকেট ফেটে গিয়ে দুর্ঘটনার ফলে মৃত্যু হল সাইট ইনচার্জের।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ রেল স্টেশন সংলগ্ন এলাকার কালিবাগিচার কাছে ।ঘটনায় জানা যায় রেলওয়ের যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণের জন্য খড়্গপুর থেকে ওড়িশার বালেশ্বর গামি রেলের থার্ড লাইনের কাজ চলছে দ্রুত তাঁর সঙ্গে।সেইমতো পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ স্টেশন এলাকার কালীবাগিচার কাছে বাখরাবাদ এলাকায় থার্ড লাইনের সম্প্রসারণের কাজ চলছিল।শনিবার সেই লাইনে জেসিবি দিয়ে কাজ চলা কালিন তার পাশে দাঁড়িয়ে কাজের তদারকি করছিলেন প্রোজেক্টের সাইট ইনচার্জ ২৯ বছর বয়সী উৎপল দাস। জানা গিয়েছে তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায়, সেই সময় হঠাৎ করে জেসিবি মেশিনের হাইড্রোলিক পাম্পের লাইন ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি মেশিনের কাছে দাঁড়িয়ে থাকা প্রজেক্টের সাইট ইনচার্জ উৎপল দাসের ওপর গিয়ে পড়ে।এই ঘটনায় গুরুতর আহত হন তিনি ।তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বেদনা গ্রামীণ হসপিটালে।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের কুলাপাড়া গ্রামের।ইতিমধ্যে উৎপল দাসের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলদা থানার পুলিস।মৃত্যুর প্রকৃত কারণ কী সে বিষয়ে তদন্ত করছে তারা।আর এই দুর্ঘটনার ফলে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।