শ্রীচৈতন্য পদধূলি ধন্য ঐতিহাসিক রামকেলি ধামে আসছে চৈতন্যদেব ব্যবহৃত পাদুকা।

0
723

নিজস্ব সংবাদদাতা, মালদা : শ্রীচৈতন্য পদধূলি ধন্য ঐতিহাসিক রামকেলি ধামে আসছে চৈতন্যদেব ব্যবহৃত পাদুকা।
তার নিয়ে রূপ সনাতন মিলন মন্দিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি।
কথিত রয়েছে আজ থেকে প্রায় ৫১০ বছর আগে পায়ে হেঁটে সনাতন ধর্মের প্রবর্তক চৈতন্যদেব এসেছিলেন মালদহের রামকেলি ধামে। কয়েকশো বছর ধরে জৈষ্ঠ্য সংক্রান্তিতে রামকেলি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
একসময়কার বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল গৌড়। সেই সময় রামকেলি তে এসে রূপ এবং সনাতন গোস্বামী কে দীক্ষিত করেছিলেন তিনি।
পরবর্তীতে তারা ধর্মের প্রচার করেন।
আজও ঐতিহাসিক বহু নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রামকেলি এলাকায়।
আর কয়েকদিন বাদে মালদা জেলার ইংরেজবাজার থানার গৌড় এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক রামকেলি মেলা।
এদিন, চৈতন্যদেবের ব্যবহৃত পাদুকা নিয়ে আসা হবে রূপ সনাতন মিলন মন্দিরে। মাত্র ৩০ মিনিট পাদুকা থাকবে সেখানে।
রূপ সনাতন মিলন মন্দির এর প্রধান সেবায়েত রঘুনাথ দাস জানান, অনেক অনুরোধের পর চৈতন্যদেব ব্যবহৃত পাদুকা আসবে রূপ সনাতন মিলন মন্দিরে। মাত্র ৩০ মিনিট সেই পাদুকা থাকবে মন্দিরে। মন্দির নির্মাণ হওয়ার আগেও একবার চৈতন্য দেবের পাদুকা নিয়ে আসা হয়েছিল।
চৈতন্যদেব পদধূলি ধন্য ঐতিহাসিক গৌড়ে রামকেলি মেলার আগে পাদুকা আশায় ভক্তরা দর্শন করে পুণ্যি লাভ করতে পারবেন।