নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানার আইহো লালচাঁদ পুর এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার ভোরবেলা বাড়ি দরজা খুলতে বারান্দায় বোমের মতো কিছু একটা পরে থাকতে দেখে বোমা সন্দেহ হওয়ায় এলাকবাসী জানালে তারা তরিঘরি হবিবপুর থানায় খবর দেওয়া হয়।এই নিয়ে এলাকায় আতঙ্কিত ছরিয়ে পরে।
উল্লেখ হবিবপুর থানার আইহো অঞ্চলের লালচাঁদ পুর এলাকায় রবিবার সকালে রাজু পালের বাড়ির বারান্দায় বোম সন্দেহ আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় হবিবপুর থানায় খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তরিঘরি বোমা উদ্ধার করে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে বোম নিস্ক্রিয় করার ব্যবস্থা করাহয়। ঘটনা স্থালে এসে পৌঁছায় বোম স্কোয়ার টিম ও দমকলবাহিনী বোম নিস্ক্রিয় করার আগে পরিক্ষা করা পরে জানা গিয়েছে সেটি বোম না একটা কোটাকে বেধে বোমের আকার দেওয়ার চেষ্টা করে । পরে বোম নিস্ক্রিয় করার করার পরে।
হবিবপুর থানার আই সি অমিতাভ সরকার জানান এটা বোম ছিলনা একটা কোটাকে বোমের আতঙ্ক ছড়ানো চেষ্টা, সেটা কে বা কারা বোমের মতো এই ভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে এই ঘটনার তদন্ত করে দেখা হছে।