পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা থেকে একাধিক তাজা বোমা উদ্ধার করা হয়েছিল, ময়নার বাকচা গ্রামের পঞ্চায়েতের গোড়ামাহাল গ্রামে বিজেপি নেতা নাড়ু মণ্ডল ও সঞ্জয় তাঁতীর বাড়ির সামনে হোগলা বন থেকে প্রায় এক হাজারের কাছাকাছি বোমা উদ্ধার করেন ময়না থানার পুলিশ। রবিবার বোম স্কোয়াডের তৎপরতায় ওই সমস্ত উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করা হচ্ছিল । এই নিয়ে সংবাদমাধ্যমে মুখোমুখি হয় তমলুক মহাকুমার এসডিপিও আবুআলি বক্কর টিটি । তিনি জানান গতকাল অতি ভারী বৃষ্টির জন্য বোমাগুলো নিষ্ক্রিয় করা যায়নি তবে ময়না থানার পুলিশ কড়া নজরদারিতে নিরাপত্তায় মুড়ে রেখেছিল ওই এলাকা। আজ সকালে বোম স্কোয়াডের তৎপরতায় সমস্ত বোম নিষ্ক্রিয় করা হচ্ছে তবে এখনো পর্যন্ত ৫০০ থেকে ৬০০ বোম উদ্ধার করা হয়েছে। এরপর বোম বোম নিষ্ক্রিয় থাকার মুহূর্তেই আবারো গোড়া মহল গ্রামে আরো একটি জমির ধার থেকে উদ্ধার করা হল সাত ড্রাম বোমা। ওই সাতটি ডাম থেকে আনুমানিক ২০০ পিস বোমা উদ্ধার করা হয়। এই নিয়ে এসডিপিও আবারো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়। তবে ওই বোমাগুলো এখনো নিষ্ক্রিয় করা হয়নি। গোটা বিষয় নিয়ে এখনও তদন্ত চলছে এবং এ বিষয়ে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সেই সঙ্গে বলা যায় যে ময়নাতে এই মুহূর্তে বারুদের স্তূপে আতঙ্ক ময়নাবাসি।
Home রাজ্য দক্ষিণ বাংলা একদিকে চলছে বোম নিষ্ক্রিয়তার কাজ,অপর দিকে আবারও বোমা উদ্ধার করলো ময়না থানার...