ময়নার উদ্ধার হওয়া তাজা বোমা নিস্ক্রিয়,এলাকায় আতঙ্কের বাতাবরণ।

0
238

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গত কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা থেকে ১২ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করলো বোম স্কোয়ারড । ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গড়ামাহাল গ্রামে শনিবার হোগলা চাষের জমি থেকে প্রায় তাজা বোমা উদ্ধার হয়েছিল। বোম্ব স্কয়ার্ড কে খবর দেওয়া হলে, রবিবার বোমগুলো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সমস্ত বোম নিষ্ক্রিয় করা হয়। তারপর ময়না থানায় সাংবাদিকদের মুখোমুখি হন অ্যাডিশেনল এসপি,তিনি বলেন ইতিমধ্যেই বেশ কয়েকটি ঘটনাস্থলে পৌঁছেছে বোম স্কোয়াডের একটি টিম, বোম নিষ্ক্রিয় করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।