জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কেন্দ্রীয় সরকার পেট্রো পণ্যের ওপর শুল্ক কমানোর খুশিতে গ্রাহকদের মিষ্টি মুখ। পাশাপাশি রাজ্য সরকারের ওপর রাজস্ব কমানোর দাবি জানালো বিজেপি।
সোমবার বিজেপির জলপাইগুড়ি টাউন মন্ডল এর পক্ষ থেকে শহরের পেট্রোল পাম্প গুলোতে যানবাহনে জ্বালানি ভরতে আসা সাধারণ মানুষকে মিষ্টি মুখ করিয়ে কেন্দ্রীয় সরকারের এই প্রচেষ্টাকে স্বাগত জানায় বিজেপি কর্মীরা, এর পাশাপাশি এদিন দলের নেতৃত্ব রাজ্য সরকারের কাছে দাবি রাখেন ,যাতে রাজ্য সরকার তার অংশের যে শুল্ক সেটার পরিমাণ কমিয়ে সাধারণ মানুষকে আরো কিছুটা সুবিধে দিক,
এই প্রসঙ্গে এক গ্রাহক ভুপতি রায় বসুনিয়া বলেন ,কেন্দ্রীয় সরকার যে ভাবে পেট্রো পণ্যের ওপর থেকে ট্যাক্স কমিয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি ,এর সাথেই রাজ্য সরকারের কাছে আবেদন করি তাদের অংশের ট্যাক্স যদি কিছুটা কমিয়ে দেয় তাহলে দ্রব্যমূল বৃদ্ধি ও যেমন কমবে পাশাপাশি জনগনের সুবিধে হবে । ( বাইট ,,1 ).
অপরদিকে সোমবারের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব বলেন, অবিলম্বে রাজ্য সরকার কে পেট্রো পণ্যের ওপর রাজ্যের ধার্য্য করা ভ্যাট কমাতে হবে।