নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গুরুত্বপূর্ণ মোড় ঘোরার সময়েও, হেলমেট বিহীন রেষারেষির মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা সাইকেল-আরোহীকে , নিজেরা সহ মোট চারজন গুরুতর জখম। মোড় ঘোরার সময় স্কুটির গতিবেগ পঞ্চাশের উপর, হেলমেট বিহীন নিজেদেরই দুই মোটরবাইক রেষারেষির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা অপর দিক থেকে আসা সাইকেল চালক এবং আরোহীকে। নিজেদের দুজনসহ জখম মোট চার জন।
ঘটনাটি ঘটে গতকাল রাতে, এলাকা সূত্রে জানা যায় শান্তিপুর কলেজ মোড় থেকে গোপাল দে তার স্ত্রীকে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন নতুনপাড়া যাওয়ার উদ্দেশ্যে। তিনি সাইকেল চালাচ্ছিলেন পেছনে বসে ছিলেন তার স্ত্রী। প্রায় একশর কাছে গতিবেগ থাকা একটি স্কুটি এবং মোটরসাইকেল হেলমেট বিহীন ভাবে নিজেদের মধ্যে রেষারেষি করছিলেন, যা কলেজের মোড়ের মতো গুরুত্বপূর্ণ বাঁকের মুখেও গতিবেগ ছিল পঞ্চাশের উপর। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই সাইকেল চালক এবং আরোহীকে। বন্ধু হলেও অপর মোটরসাইকেলে থাকা 3 জন পালিয়ে যায় ওই স্থান থেকে।
চালক গোপাল দে এবং তার স্ত্রীর মাথা ফেটে অনর্গল রক্ত বের হতে থাকে। অপরদিকে স্কুটি থেকে পড়ে দুইজন গুরুতর জখম হন। সকলকে নিয়ে পথচলতি সহৃদয় কিছু মানুষ ভর্তি করেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। জানা যায় স্কুটিতে থাকা এবং মোটরসাইকেলের থাকা মোট 5 জন বন্ধুর বাড়ি শান্তিপুর আরবান্দি অঞ্চলের বড়জিরাকুড় এলাকায়।