বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার ১১ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১০ টি আসন দখল করেছিল। শুধুমাত্র ১ টি আসন অর্থাৎ দুবরাজপুর বিধানসভা বিজেপির ঝুলিতে যায়। তাই এবারে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে চাঙ্গা করতে এখন থেকেই ময়দানে নেমে পড়ল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন বুথের কর্মীদের নিয়ে বুথভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। তাই আজ সোমবার বীরভূম জেলার দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে চিনপাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো চিনপাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরি, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ড. প্রলয় নায়ক, দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভোলানাথ মিত্র, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগ্দী, সহ সভাপতি স্বপন মণ্ডল, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরুপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, জেলা কমিটির সদস্য অরুণ চক্রবর্তী, প্রভাত চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।