জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবারের সন্ধ্যার ঝড়ের পর ফের ঝড় ধূপগুড়িতে। এবার সোমবার সন্ধ্যার ঝড়ে ক্ষতিগ্রস্ত ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ গ্রাম পঞ্চায়েত, সাকোয়াঝোড়া ১ গ্ৰাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি ধূপগুড়ি-নাথুয়া রাজ্য সড়কের উপর গাছ পড়ে বন্ধ যান চলাচল । এই রুটের কালিরহাট এলাকায় একটি বটগাছ রাস্তার ওপর পরে যায়। গাছ পড়ার ফলে ইলেকট্রিক খুঁটি ভেঙ্গে বিদ্যুতের তার রাস্তার ওপর পড়ে রয়েছে। জানা যায়, ঘটনায় অল্পের জন্য রক্ষা পান এক ব্যাক্তি। দীর্ঘক্ষন রাস্তার উপর গাছ পড়ে থাকায় রাস্তার দু’পাশে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে। তবে সাইকেল ও পথ চলতি মানুষকে গাছের নীচ দিয়ে যাতায়াত করতে দেখা যায়। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত রাস্তায় পড়ে থাকা গাছ কেটে সড়ানোর চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে সাকোয়াঝোড়া ১ গ্ৰাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর গাছ পড়েছে, পাশাপাশি ক্ষতি হয়েছে বেশ কিছু ঘরবাড়ির।