আবদুল হাই, বাঁকুড়াঃ এক ফোঁটা রক্তের জন্য রোগীর পরিবারকে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। জীবনের সেরা দান রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। রক্তের বিকল্প যেহেতু নেই তাই মানুষের স্বেচ্ছা দানের রক্ত ছাড়া মরনাপন্ন রোগীর প্রাণ বাঁচানো কঠিন কাজ। সেই ভাবনাকে পাথেয় করেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। দিন দিন বেড়েই চলেছে রক্ত সংকট। সেই কারণে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ইন্দাস থানার পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে মোট ৭৪ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। এদিনের রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন,ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানসী ভদ্র চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী সেখ হামিদ,সি আই গৌতম তালুকদার,ওসি সোমনাথ পাল, আতাউল হক,মোল্লা নাসের আলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ।