মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রীর নির্দেশে “উৎসর্গ” কর্মসূচির মাধ্যমে রক্তদান শিবির বহরমপুর থানায়। সোমবার দুপুরে বহরমপুর থানায় এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে একাধিক পুলিশ কর্মী ছাড়াও অন্যান্য সাধারণ মানুষ রক্তদানে এগিয়ে আসেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার, অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, বহরমপুর থানার আই সি রাজা সরকার, এম এস ভি পি অমিয় কুমার বেড়া, বহরমপুর মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিন জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় উৎসর্গ কর্মসূচি গ্রহন করা হয়েছে। জেলায় ২৩ টা থানার মধ্যে ৭টি থানাতে রক্তদান শিবির সম্পন্ন করা হয়েছে৷ এখন পর্যন্ত ৬০৮ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। বাকী থানা গুলিতে খুব দ্রুত রক্তদান শিবিরের কাজ সম্পন্ন করা হবে।